পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kacher Manush ঢাকের তালে ধুনুচি নাচ অভিনেতাদের, কাছের মানুষের ট্রেলার লঞ্চে আগাম শারদীয়া - দেব প্রযোজিত ও পথিকৃৎ পরিচালিত কাছের মানুষ

By

Published : Aug 27, 2022, 2:43 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

আগামী 30 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে দেব প্রযোজিত ও পথিকৃৎ পরিচালিত বাংলা ছবি কাছের মানুষ (Kacher Manush Trailer Out) ৷ আর গতকাল হয়ে গেল তার ট্রেলার লঞ্চ ৷ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে জমিয়ে কোমর দোলালেন বুম্বাদা, দেব, ঈশা ও সুস্মিতা ৷ যেহেতু পুজোর সময় ছবিটি মুক্তি পাচ্ছে তাই ট্রেলার লঞ্চের মঞ্চে ছিল ঢাক ৷ সেই ঢাকের তালে, ধুনুচি নাচের স্টাইলে বুম্বাদা ও দেব মাতালেন আসর (Dev, Prasenjit on Kacher Manush Trailer) ৷ শুটিংয়ের অভিজ্ঞতা থেকে ছবির গল্পকথা, ইটিভি ভারতের সঙ্গে সবটাই শেয়ার করলেন কাছের মানুষের টিম ৷ সেই সঙ্গে বুম্বাদা ও দেব জানালেন ফের একবার একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details