পশ্চিমবঙ্গ

west bengal

তৃণমূলের জমায়েত সরাতে লাঠিচার্জ

ETV Bharat / videos

Panchayat Election Results: গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের জমায়েত সরাতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর - WB Panchayat Elections 2023

By

Published : Jul 11, 2023, 2:33 PM IST

Updated : Jul 11, 2023, 2:40 PM IST

গণনার সময় তৃণমূলের জময়াতেরে উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর । অভিযোগ, বাহিনীর লাঠির আঘাতে বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত । গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে তৃণমূলের জমায়েত সরাতে বাহিনীর লাঠিচার্জ। বারাসত 1 নম্বর ব্লকের ছোট জাগুরিয়া গণনা কেন্দ্রের ঘটনা । কেন মুখে না বলে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর, সেই প্রশ্ন তুলেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সমর্থকরা । তৃণমূল কর্মী সমর্থকরা জানাচ্ছেন, গণনার তৃতীয় রাউন্ডে খবর আসে তৃণমূল প্রার্থী জিতে গেছেন। প্রার্থীর জন্যই তাঁরা অপেক্ষা করছিলেন, তখনও তাঁদের উপর লাঠি চলে বলে অভিযোগ । 

পুলিশ সূত্রে খবর, তৃতীয় রাউন্ডে গণনা শুরুর ঠিক আগে গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জমায়েতের খবর আসে । বারাসত 1 নম্বর ব্লকের বিডিও অফিসের পাশে আইটিআই কলেজের গননা কেন্দ্রের বাইরে জমায়েতের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে অবৈধ জমায়েত সরাতে তৎপর হয় পুলিশ। তৃণমূলের অভিযোগ, রীতিমতো তাদের তাড়া করে লাঠিচার্জ করা হয় । এরপরই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে শাসকদলের কর্মী-সমর্থকরা। মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ।

Last Updated : Jul 11, 2023, 2:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details