Aindrila Sharma: শেষযাত্রায় ঐন্দ্রিলা ! অভিনেত্রীকে চোখের জলে বিদায় জানালেন সহকর্মীরা - বিদায় ঐন্দ্রিলা
ঐন্দ্রিলাকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে এবং টেকনিশিয়ান স্টুডিয়োতে হাজির ছিলেন অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তী, ভরত কল, রাহুল চক্রবর্তী, জয়জিত বন্দ্যোপাধ্যায়, দিগন্ত বাগচি, সপ্তর্ষি রায়, জ্যাক, ঊষসী সেনগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়, চাঁদনি সাহা, শ্রীতমা ভট্টাচার্য-সহ টলিউডের বহু প্রতিনিধি । অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর টলিগঞ্জের বাড়িতে আসেন এলাকার বহু মানুষ । শেষবারের মতো অভিনেত্রীকে দেখতে এদিন উপচে পড়া ভিড় । বহরমপুর থেকে হাজির হন ঐন্দ্রিলার স্কুলের বন্ধুরাও (Celebraties mourn on Aindrila Sharma death) ।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST