Review Results in MP and HS: রিভিউ এর ফলাফলে বিরাট পরিবর্তন ! এমনটা কেন হল, জানালেন শিক্ষকরা - সম্প্রতি প্রকাশিত হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রিভিউ এর ফল
সম্প্রতি প্রকাশিত হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক রিভিউ এর ফল (Review Results in MP and HS)। তবে সেই ফলাফলে দেখা গেল অনন্য ছবি। প্রতিবছর এই রিভিউতে বদল আসলেও, এবারে রিভিউয়ের ফল নজর করার মতো। মাধ্যমিক পরীক্ষায় রিভিউয়ের পর মেধাতালিকায় দেখা গেল বেশ কিছু পরিবর্তন। অন্যদিকে, উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় বদল না আসলেও বহু পরীক্ষার্থীর নম্বর অদল-বদল হয়েছে। উচ্চ মাধ্যমিকে এক পরীক্ষার্থীর নম্বর বেড়েছে প্রায় 58। তাহলে এই বছর খাতা দেখায় কি রয়ে গিয়েছিল কোনও ঘাটতি? উঠছে সেই প্রশ্ন।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST