Kolkata Book Fair 2023: এবারের কলকাতা বইমেলায় সংবর্ধিত বাংলাদেশের প্রথম সারির অভিনেত্রী অপু বিশ্বাস - Apu Biswas in Kolkata Book Fair 2023
ওপার বাংলার প্রথম সারির অভিনেত্রী অপু বিশ্বাস । এবারের কলকাতা বইমেলায় তাঁকে সংবর্ধিত করল বইমেলার আয়োজক পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ড । উল্লেখ্য, এ বছরের বইমেলার মুখ্য থিম স্পেন । বইমেলার তরফে এদিন অভিনেত্রী অপু বিশ্বাসের হাতে সম্মাননা তুলে দেন গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় । প্রতিবেশি দেশের কাছ থেকে এমন সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত অভিনেত্রী (Apu Biswas in Kolkata Book Fair 2023) ।
অপু এদিন বলেন, "আমি সত্যিই খুব খুশি আজকের দিনটির জন্য । এভাবে প্রতিবেশি দেশের বইমেলায় এসে সম্মানিত হব ভাবিনি । কত যত্ন সহকারে বাংলাদেশ স্টলটি সাজানো হয়েছে ! বিশেষ গুরুত্ব পেয়েছে আমাদের দেশের স্টল । আমি আপ্লুত। আমি গর্বিত এবং আমি একইসঙ্গে কৃতজ্ঞ ।" প্রসঙ্গত, অপু বিশ্বাস প্রযোজিত এবং অভিনীত 'লাল শাড়ি' মুক্তির পথে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এই মুহূর্তে। সবদিক ঠিক থাকলে আসন্ন ঈদেই এই ছবি দর্শক দরবারে নিয়ে আসার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন অপু বিশ্বাস । অভিনেত্রী এদিন নিজের বইপ্রীতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, "আমার বড় গল্পের থেকে ছোট গল্প পড়তে বেশি ভালো লাগে। কেননা ছেলেকে বলতে হয়। তাই ওগুলোর প্রতিই আমার ঝোঁক বাড়ছে দিনদিন।"
TAGGED:
Apu Biswas Book fair