Anusha Viswanathan: বাংলা ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন অশোক বিশ্বনাথনের মেয়ে অনুষা - Bengali serial
Published : Sep 21, 2023, 10:52 PM IST
বাংলা ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন অনুষা বিশ্বনাথন ৷ 25 সেপ্টেম্বর থেকে আসছে ধারাবাহিক 'জল থই থই ভালোবাসা'। যেখানে গল্পের নায়িকা কোজাগরী থুড়ি অপরাজিতা আঢ্যর মেয়ে তোতার চরিত্রে দেখা যাবে অনুষাকে। তোতা অর্থাৎ তিথি বসু মায়ের ভক্ত। মায়ের সব কাজকে সে সমর্থন জানায়। মায়ের পাশে থাকে সে। এক কথায় মায়ের ছায়াসঙ্গী এই তোতা ৷ এর আগে বাংলা ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন অনুষা। 'অপরাজিত', 'বরুণবাবুর বন্ধু', 'মিথ্যে প্রেমের গান', 'গোয়েন্দা জুনিয়র', 'জেনারেশন আমি'-সহ আরও বেশ কয়েকটি কাজ করেছেন তিনি দক্ষতার সঙ্গে। এবার বাংলা ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন অনুষা। তবে, ছোটপর্দা সামলেও বড় পর্দা এবং ওয়েব ঠিক সামলে নেবেন বলে আশাবাদী অভিনেত্রী। অশোক বিশ্বনাথন ও মধুমন্তী মৈত্র-র মেয়ে অনুষা ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের প্রোমোতে সকলের মন কেড়ে নিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, অপরাজিতা আঢ্যর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পারছেন ৷ অপাদির কমিক টাইমিং ভালো ৷ তাছাড়া অপরাজিতা ও অনুষার মধ্যে এমন কিছু কমন বিষয় রয়েছে, যা পর্দায় এই চরিত্র ফুটিয়ে তুলতে অনেকটা সাহায্য করেছে ৷