পশ্চিমবঙ্গ

west bengal

একান্ত সাক্ষাৎকারে নন্দী সিস্টার্স

ETV Bharat / videos

Nandy Sisters: সোশাল মিডিয়া থেকে 'নাক্কু নাকুড়'- একান্ত সাক্ষাৎকারে নন্দী সিস্টার্স - রক্তবীজ

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 5:38 PM IST

সোশ্যাল মিডিয়ায় তাঁদের মিষ্টি মধুর গান বরাবরাই আকৃষ্ট করেছে শ্রোতাদের ৷ বাংলা থেকে হিন্দি, অসমীয়া থেকে দক্ষিণী ভারতের গান, অনায়াসে জায়গা পেয়েছে তাঁদের কণ্ঠে ৷ প্রথবার তাঁরা গান গাইলেন বাংলা ছবির জন্য ৷ তাঁরা সোশাল মিডিয়ায় পরিচিত নন্দী সিস্টার্স নামেই ৷ অঙ্কিতা নন্দী ও অন্তরা নন্দী ৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রযোজিত ও পরিচালিত 'রক্তবীজ' এই পুজোয় মুক্তির অপেক্ষায় ৷ সেই ছবিতেই পুজোর গান শোনা গিয়েছে দুই বোনের গলায় ৷ ইটিভি ভারতের প্রতিনিধির মুখোমুখি হতেই নন্দী সিস্টার্সের সঙ্গে জমে ওঠে আড্ডা ৷ জানা যায়, অন্তরা গান শিখলেও কখনও গান শেখেননি অঙ্কিতা। দিদির দেখাদেখিই তাঁর গানের প্রতি ভালোবাসা। শুধু তাই নয়, দিদির গান শুনে সবাই যখন প্রশংসা করতেন, তা দেখে বোনেরও মনে হয় তিনিও গান গাইবেন ৷ সেই ভালোবাসা থেকেই রক্তবীজ-এ 'নাক্কু নাকুড়' গানটি শোনা যায় নন্দী সিস্টার্সের কণ্ঠে । এবার কি তা হলে পুজো প্যাণ্ডেল মাতাবে এই 'নাক্কু নাকুড়'? "আশায় বুক বাঁধছি। তাই যেন হয় ঠাকুর।" প্রার্থণা দুই বোনের। 

ABOUT THE AUTHOR

...view details