পশ্চিমবঙ্গ

west bengal

সেভেনে নতুন ধরনের চরিত্রে অঙ্কিতা চক্রবর্তী

ETV Bharat / videos

Ankita Chakraborty: অঞ্জনের 'সেভেন'-এ কেমন চরিত্রে অঙ্কিতা ? - Ankita on Seven

By

Published : Mar 14, 2023, 2:38 PM IST

17 মার্চ ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ 'সেভেন' (Ankita on Seven)। বন্ধুত্ব, প্রেম, রহস্যের মোড়কে মুড়ে এই সিরিজ বানিয়েছেন অঞ্জন দত্ত । সিরিজটি একটা প্রশ্নের মুখে দাঁড় করায় দর্শককে, "টাকা নাকি বন্ধুত্ব ? কে জিতবে ?" পাঁচ বন্ধু প্রত্যন্ত এক জায়গায় বেড়াতে যায় । সেখানে তারা পায় ব্যাগ ভর্তি মোটা অঙ্কের টাকা । এবার ওই টাকাটা কে নেবে তা নিয়ে শুরু হয় জলঘোলা । টাকার প্রয়োজন নেই কার ? এক ব্যাগ টাকা, আর তা পাওয়ার জন্য মরিয়া ছ'জন । এই সিরিজেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঙ্কিতা চক্রবর্তী । কলেজে পড়ায় সে । মামাবাড়িতে যত্নেই বড় হয়েছে চরিত্রটি । কিন্তু ছোট থেকে সে কী হতে চায় তা জানতে চায়নি কেউ । এই গল্পে এই বিষয়টাও একটি দিক যে, বেশিরভাগ পরিবারেই ছেলেমেয়েদের উপর নিজেদের ভালো লাগার পেশা চাপিয়ে দেওয়া হয় । অঙ্কিতার চরিত্রটি তারই শিকার। বাকিটা জানালেন অভিনেত্রী স্বয়ং। 

ABOUT THE AUTHOR

...view details