পশ্চিমবঙ্গ

west bengal

ইটিভি ভারতের মুখোমুখি অনির্বাণ ভট্টাচার্য

ETV Bharat / videos

Anirban Bhattacharya Interview: পর্দার ব্যোমকেশ নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি অনির্বাণ - ইটিভি ভারতের মুখোমুখি অনির্বাণ ভট্টাচার্য

By

Published : Apr 7, 2023, 8:33 PM IST

Updated : Apr 7, 2023, 11:03 PM IST

ব্যোমকেশ গোয়েন্দা চরিত্র বরাবরই ছোট থেকে বড় সকলের কাছে নস্টালজিক বিষয় ৷ ফেলুদার পর বাঙালি গোয়েন্দা হিসেবে মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ ৷ সেই কাহিনী, গল্প একই থাকলেও পর্দায় বারবার বদলেছে ব্যোমকেশ চরিত্রের ৷ কখনও আবির চট্টোপাধ্যায়, আবার কখনও যীশু সেনগুপ্ত ৷ আবার কখনও গৌরব চক্রবর্তী পর্দায় ফুটিয়ে তুলেছেন ব্যোমকেশ চরিত্রকে ৷ সেই তালিকায় কয়েক বছর আগেই নাম লিখিয়েছেন অভিনেতা অনিবার্ণ ভট্টাচার্যও ৷ সপ্তম সিরিজ কাটিয়ে হইচইতে মুক্তি পেয়েছে 'ব্যোমকেশ ও পিঁজরাপোল'। সুদীপ্ত রায়ের পরিচালনায় ব্যোমকেশের এই অষ্টম সিরিজটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'চিড়িয়াখানা' অবলম্বনে নির্মিত। এবারের সিরিজেও বদল ঘটেছে অজিতের ৷ ব্যোমকেশের পাশে এবার অজিতের ভূমিকায় রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায় ৷ এছাড়াও এবার ব্যোমকেশ আরও একটু অন্যরকম। ঠিক কতটা অন্যরকম, তা জানালেন স্বয়ং ব্যোমকেশ ওরফে অনির্বাণ ভট্টাচার্য। আবার এই সিরিজে ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকাও পালন করেছেন তিনি। নিজের নতুন সিরিজের পাশাপাশি আগামীর ব্যোমকেশে দেবকেও দেখতে উদগ্রীব তিনি। কিন্তু ব্যোমকেশ বললেই তাঁর মনশ্চক্ষে ভেসে ওঠেন আবির চট্টোপাধ্যায়। ব্যোমকেশ এবং মুম্বইতে সাফল্য নিয়ে ইটিভি ভারতের সঙ্গে প্রাণখোলা আড্ডা দিলেন অনির্বাণ ভট্টাচার্য।

Last Updated : Apr 7, 2023, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details