Animesh Bose on Tritiyo: বড় পর্দায় দ্বিতীয় কাজ 'তৃতীয়' নিয়ে কী বললেন অনিমেষ বসু? - Animesh Bose on Tritiyo
আগামী 11 নভেম্বর বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি 'তৃতীয়'। পরিচালক অনিমেষ বসুর দ্বিতীয় কাজ এটি (Animesh Bose on His New Film)। বিনোদন দুনিয়ায় ত্রিশ বছরের জার্নি তাঁর। বানিয়েছেন অসংখ্য বিজ্ঞাপন ভিত্তিক ছবি। বহু ছবির সম্পাদনাও করেছেন তিনি। 'অনুরাগ'-এর পর 'তৃতীয়' বানালেন এই পরিচালক। ছবি ঘিরে তাঁর আবেগের কথা জানালেন ইটিভি ভারতকে(Animesh Bose on Tritiyo)।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST