পশ্চিমবঙ্গ

west bengal

বিয়েটা এবার সত্যিই করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

ETV Bharat / videos

Akhush-Oindrila Love Marriage: দুর্গাপুরে ঠাকুমার সঙ্গে সময় কাটালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, বিয়ে কী আসন্ন ? - Movie Promotion

By

Published : Mar 26, 2023, 10:16 PM IST

রাজা চন্দ পরিচালিত ম্যাজিক ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল 'লাভবার্ড' অঙ্কুশ-ঐন্দ্রিলাকে (Akhush-Oindrila Love Marriage) ৷ এবার প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত 'লাভ-ম্যারেজ' ছবিতে জুটি বেঁধেছেন দুই তারকা ৷ রম-কম এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য ও রঞ্জিত মল্লিক ৷ শুরু থেকেই এই ছবির ঘোষণা হোক বা প্রোমোশন (Ankush movie promotion) অভিনবত্ব রেখেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা টিম ৷ অনুরাগীদের মধ্যে সাসপেন্স বজায় রেখে, ছবির ইউএসপি কীভাবে বাড়াতে হয় সেই 'ম্যাজিক' দেখিয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা ৷ বাংলার নববর্ষে ছবির মুক্তি ৷ তার আগে জোরকদমে চলছে ছবির প্রোমোশন (Movie Promotion) তবে একটু অন্যরকম ভাবে ৷ সম্প্রতি 'লাভ-ম্যারেজ' টিমের তরফ থেকে এক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল ৷ হ্যাশট্যাগ 'ঠাকুমার আদর'-এ বিজয়ী প্রতিযোগীর বাড়ি তারকারা যাবেন এবং সময় কাটাবেন ৷ সেই কথামতোই রবিবার দুর্গাপুর গেলেন তারকাজুটি ৷ দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে জয়ী প্রতিযোগী শুভ্রনীলের বাড়িতে লাইভ অঙ্কুশ-ঐন্দ্রিলা ৷ শাঁখ বাজিয়ে, বরণ করে ঘরে প্রবেশ করানো হয় এই জুটিকে ৷ দেখা করেন শুভ্রনীলের ঠাকুমার সঙ্গে ৷  নাতি-নাতনিকে আদরও করেন ঠাকুমা ৷ তারপর জমিয়ে পেটপুজো, দেদার আড্ডা ৷ সব মিলিয়ে দুর্গাপুরের এই জার্নির পুরোটাই একটু একটু করে লাইভ করেছেন অঙ্কুশ ৷ সোশাল মাধ্যমে সেই ভিডিয়ো আসতেই অনুরাগীরাও জানিয়েছেন অফুরন্ত ভালোবাসা ৷ ফ্যানেদের এত কাছাকাছি এসে আপ্লুত তারকা জুটিও ৷ এরপর কার বাড়ি? তা জানতে নজর থাকবে অঙ্কুশ-ঐন্দ্রিলার এই মিষ্টি জার্নির দিকে ৷

ABOUT THE AUTHOR

...view details