পশ্চিমবঙ্গ

west bengal

খোলামেলা আড্ডায় অদিতি মুন্সী

ETV Bharat / videos

Aditi Munshi: 'বারো গানে বর্ষযাপন' থেকে রাজনীতি, একান্ত আড্ডায় অদিতি মুন্সী - খোলামেলা আড্ডায় অদিতি মুন্সী

By

Published : Apr 22, 2023, 5:50 PM IST

অদিতি মুন্সীর নতুন প্রয়াস 'বারো গানে বর্ষযাপন'। বারো জন প্রবীণ, নবীন সুরকার এবং গীতিকারও সামিল হয়েছেন অদিতির এই কর্ম যজ্ঞে । রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, দেবজ্যোতি মিশ্র, জয় সরকার, সৌম্য বস, শ্রীজাত, বারিষ, রণজয় ভট্টাচার্যর মতো গীতিকার ও সুরকারেরা । রাধা-কৃষ্ণের প্রেমের পাশাপাশি, জগন্নাথ দেবের গান, জন্মাষ্টমী এবং পুরাতনী গানও থাকবে এই 'বারো গানে বর্ষযাপন'-এ । প্রতি মাসের মাঝামাঝি সময়ে অদিতি মুন্সীর ইউটিউব চ্যানেলে হাজির হবে একটি করে গান। প্রযোজনার দায়িত্বে রয়েছে অদিতির সঙ্গীত সংস্থা 'সঙ্গীতম'। 

অস্বীকার করার উপায় নেই, ভক্তিমূলক গানকে রিয়ালিটি শো-এর মঞ্চে জনপ্রিয় করে তুলেছিলেন অদিতি । তাই তিনি বলেন 'কেত্তন'কে 'কীর্তন' হিসেবে মানুষের কাছে তুলে ধরার জার্নিটা সহজ ছিল না । তবে ধীরে ধীরে তাঁর কণ্ঠ দিয়েই মানুষের মন জিতে নিয়েছেন নায়িকা। ওদিকে রাজনীতি আর সঙ্গীতজীবন সমানতালে গুরুত্ব সহকারে চালিয়ে যাচ্ছেন অদিতি । রাজনীতি নিয়ে তাঁর বক্তব্য ঠিক কী? ভক্ত সংখ্যা কি রাজনীতির আঙিনায় পা রাখলে কমে যায়? ইটিভি ভারতকে ঠিক কী বলছেন সঙ্গীত শিল্পী তথা বিধায়ক অদিতি মুন্সী? 

ABOUT THE AUTHOR

...view details