Aditi Munshi: 'বারো গানে বর্ষযাপন' থেকে রাজনীতি, একান্ত আড্ডায় অদিতি মুন্সী - খোলামেলা আড্ডায় অদিতি মুন্সী
অদিতি মুন্সীর নতুন প্রয়াস 'বারো গানে বর্ষযাপন'। বারো জন প্রবীণ, নবীন সুরকার এবং গীতিকারও সামিল হয়েছেন অদিতির এই কর্ম যজ্ঞে । রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, দেবজ্যোতি মিশ্র, জয় সরকার, সৌম্য বস, শ্রীজাত, বারিষ, রণজয় ভট্টাচার্যর মতো গীতিকার ও সুরকারেরা । রাধা-কৃষ্ণের প্রেমের পাশাপাশি, জগন্নাথ দেবের গান, জন্মাষ্টমী এবং পুরাতনী গানও থাকবে এই 'বারো গানে বর্ষযাপন'-এ । প্রতি মাসের মাঝামাঝি সময়ে অদিতি মুন্সীর ইউটিউব চ্যানেলে হাজির হবে একটি করে গান। প্রযোজনার দায়িত্বে রয়েছে অদিতির সঙ্গীত সংস্থা 'সঙ্গীতম'।
অস্বীকার করার উপায় নেই, ভক্তিমূলক গানকে রিয়ালিটি শো-এর মঞ্চে জনপ্রিয় করে তুলেছিলেন অদিতি । তাই তিনি বলেন 'কেত্তন'কে 'কীর্তন' হিসেবে মানুষের কাছে তুলে ধরার জার্নিটা সহজ ছিল না । তবে ধীরে ধীরে তাঁর কণ্ঠ দিয়েই মানুষের মন জিতে নিয়েছেন নায়িকা। ওদিকে রাজনীতি আর সঙ্গীতজীবন সমানতালে গুরুত্ব সহকারে চালিয়ে যাচ্ছেন অদিতি । রাজনীতি নিয়ে তাঁর বক্তব্য ঠিক কী? ভক্ত সংখ্যা কি রাজনীতির আঙিনায় পা রাখলে কমে যায়? ইটিভি ভারতকে ঠিক কী বলছেন সঙ্গীত শিল্পী তথা বিধায়ক অদিতি মুন্সী?