Adipurush final Trailer Launch: লাখো মানুষের ভিড়, জয় শ্রীরাম ধ্বনিতে মুক্তি পেল আদিপুরুষের ফাইনাল ট্রেলার - আদিপুরুষ এর দ্বিতীয় ট্রেলার
একেই বলে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ৷ চারিদিকে লাখো লাখো মানুষের একযোগে জয় শ্রী রাম ধ্বনি ৷ অন্যদিকে, মঞ্চ তো নয়, যেন রামের জন্মভূমি অযোধ্যা ৷ সেখানে এক যোগে দাঁড়িয়ে রাম, সীতা ও লক্ষণ ৷ তিরুপতিতে মুক্তি পেল ওম রাউত পরিচালিত আদিপুরুষ ছবির দ্বিতীয় ট্রেলার ৷ সোশাল মিডিয়ায় লাইভ করা হয়েছিল ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ৷ উপস্থিতি ছিলেন প্রভাস, কৃতি স্যানন, পরিচালক ওম রাউত ও ছবির অন্যান্য কলাকুশলীরা ৷ ইতিমধ্যেই ট্রেলার লঞ্চের একাধিক ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় ৷ এই রকম লাখো মানুষের ভিড়ে ট্রেলার লঞ্চ মনে হয় ভারতীয় কোনও সিনেমায় অতীতে হয়নি ৷ দীর্ঘদিনের অপেক্ষা রয়েছে এই ছবিটি ঘিরে ৷
পাশাপাশি জানা গিয়েছে, প্রত্যেক সিনেমা হলে আদিপুরুষ শো চলাকালীন একটি করে আসন খালি রাখা হবে বজরংবলীর উদ্দেশ্যে ৷ যেখানেই এই শো চলবে, মানতে এই নিয়ম, জানিয়েছেন নির্মাতারা ৷ ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস ৷ মা সীতার ভূমিকায় রয়েছেন কৃতি স্যানন ৷ লক্ষণের ভমিকায় দেখা যাবে সানি সিংকে ৷ রাবণের ভূমিকায় সইফ আলি খান ৷ পাশাপাশি ছবিতে হনুমানের ভূমিকায় দেখা যাবে দেবদত্ত নাগকে ৷