পশ্চিমবঙ্গ

west bengal

দিয়া মির্জার গঙ্গাআরতি

ETV Bharat / videos

Dia Mirza participated in Ganga Aarti: গোবর্ধন পুজোয় গঙ্গাআরতিতে অংশ নিয়ে বন্যপ্রাণ রক্ষার বার্তা দিয়ার

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 3:52 PM IST

উত্তরাখণ্ডের ঋষিকেশে পরমার্থ নিকেতনে গোবর্ধন পুজো ও গঙ্গা আরতিতে অংশ নিলেন অভিনেত্রী দিয়া মির্জা ৷ পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণ রক্ষায় সচেতনতার বার্তাও দিলেন ৷ জাতিসংঘের পরিবেশ বিষয়ক শুভেচ্ছা দূত দিয়া এদিন জানান, বিশ্বের বন্যপ্রাণ বিপদের সম্মুখীন। সারা বিশ্বের অবৈধ বাজারে ভারতীয় উদ্ভিদ ও প্রাণীর চাহিদা ক্রমাগত বাড়ছে। বন্যপ্রাণের অবৈধ ব্যবসার কারণে অনেক প্রজাতি বিলুপ্তির পথে।

সংগঠিত অপরাধ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ৷ সে কারণে তিনি 'নট অল অ্যানিম্যাল মাইগ্রেট উয়িলিংলি' কর্মসূচির প্রচার শুরু করেছেন ৷ অন্যদিকে, স্বামী চিদানন্দ গঙ্গা আরতির মাধ্যমে হরিত পর্ব উদযাপন করেন ৷ অভিনেত্রীকে একটি রুদ্রাক্ষের চারা উপহার দেওয়া হয়। তিনি জানান, সমাজ, পরিবেশ, বন্যপ্রাণী এবং মানবতার জন্য কাজ করা চমৎকার। 

পাশাপাশি, গোবর্ধন পুজোর গুরুত্ব তুলে ধরেন ৷ জানান, ভারতীয় লোকজীবনে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। এই উৎসব প্রকৃতির সঙ্গে মানুষের প্রত্যক্ষ সম্পর্ককে তুলে ধরে। গোধন অর্থাৎ গোবর্ধন পুজোয় গরুর পুজো করা হয়। ভগবান ইন্দ্রের ক্রোধে সৃষ্ট প্রবল বর্ষণ থেকে ব্রজবাসীকে রক্ষা করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠ আঙুলে সাত দিন ধরে রেখেছিলেন, যাতে গোপ-গোপিকারা গোবর্ধন পর্বতের ছায়ায় স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন। সেই জন্যই এই পুজোর মাহাত্ম অপরিসীম ৷

ABOUT THE AUTHOR

...view details