Ayesha in Chengiz: 14 বছর পর ফের জিৎ-এর সঙ্গে স্ক্রিন শেয়ার, 'চেঙ্গিজ' নিয়ে আড্ডায় অভিনেত্রী আয়েষা ভট্টাচার্য
ঠিক 14 বছর আগে জিৎ-এর সঙ্গে 'ওয়ান্টেড' ছবিতে অভিনয় করেছিলেন আয়েষা ভট্টাচার্য । এরপরই জনপ্রিয় 'খনা' ধারাবাহিকে লিড রোলে অভিনয়ের সুযোগ পান এই অভিনেত্রী । তার পরপরই আরও দুটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল আয়েষাকে । কিন্তু পরবর্তীতে লেখাপড়ার কারণে ছোটপর্দার মুখ্যচরিত্র থেকে সরে আসেন তিনি ৷ কিন্তু তাই বলে অভিনয় ছাড়েননি । পার্শ্বচরিত্রে একের এক ধারাবাহিকে দাপিয়ে অভিনয় করেছেন আয়েষা । বিশেষ করে খল-চরিত্রে অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি । এবার অনেকদিন পর ফিরেছেন বড় পর্দায় । জিতের সঙ্গে বহু প্রতীক্ষিত ছবি 'চেঙ্গিজ'-এ দেখা যাবে তাঁকে ৷ শুধু বাংলা নয়, হিন্দি ছবিতেও দেখা যাবে তাঁকে । দীর্ঘ 14 বছর পর আবারও জিৎ-এর সঙ্গে স্ক্রিন শেয়ার । কেমন ছিল কাজ করার অভিজ্ঞতা ? কী কী করেছেন শুটিং ফ্লোরে ? ভবিষ্যতে কাজের কী পরিকল্পনা রয়েছে ? সবটাই জানালেন অভিনেত্রী । পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও অভিনয় করেছেন । কেমন ছিল সেই সব অভিজ্ঞতা । কেরিয়ার জীবনের সবকিছু খোলা মনে ইটিভি ভারতকে জানালেন অভিনেত্রী আয়েষা ভট্টাচার্য ।