Actors on City Of Jackals: টাকা কথা বলতে পারলে কী বলত? জানালেন 'সিটি অফ জ্যাকলস '- এর তিন কুশীলব - খোলা আড্ডায় সিটি অফ জ্যাকলস এর তিন কুশীলব
25 নভেম্বর বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি 'সিটি অফ জ্যাকলস'। ছবির গল্প টাকা, ভাল থাকা আর উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্রে করে গড়ে উঠেছে (New Film City Of Jackals)। রয়েছে প্রেম এবং খুনও। টাকার পিছনে কে না ছোটে? আর টাকা কথা বলতে পারলে কী বলত? সেকথা জানালেন ছবির পরিচালক রিনো এবং দুই অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় এবং দেবপ্রসাদ হালদার(Actors Share Their thoughts on City Of Jackals)।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST