Tollywood on Child Artists: পাঁচ ঘণ্টার বেশি শুটিং নয় শিশুদের, কী বলছে টলিপাড়া?
'ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস'-এর তরফে বিনোদন জগতে শিশুদের কাজের ক্ষেত্রে কিছু নির্দেশিকা জারি হয়েছে । তাতে বলা হয়েছে পাঁচ ঘণ্টার বেশি শ্যুটিং করানো যাবে না তাদের দিয়ে। তিনঘণ্টা শ্যুটিংয়ের পর তাদের বিরতি দিতে হবে । আসল কথা হল দীর্ঘক্ষণ শ্যুটিং ফ্লোরে থাকার কারণে হারিয়ে যাচ্ছে তাদের শৈশব । এটাই চিন্তা কমিশনের ৷ দীর্ঘক্ষণ বড়দের সঙ্গে থাকার কারণে নানা রকমের ভাষা, আদবকায়দা শিখছে তারা । পালটে যাচ্ছে তাদের শৈশবের চেহারা । এমন কিছু ভাষা তারা ব্যবহার করছে তা তাদের বয়সের জন্য উপযোগী নয় ।
ওদিকে তাদের ছাড়াও তো মেগা সিরিয়াল অচল । 'অনুরাগের ছোঁয়া' হোক বা 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' কিংবা 'মিঠাই', 'রামপ্রসাদ', 'মেয়েবেলা' সব জায়গাতেই কম বেশি রয়েছে ওরা । শুধু যে আছে তা নয়, গুরুত্বপূর্ণ সংলাপও বলছে অনেকে । ফলে, সংলাপ মুখস্থ করার জন্যও তাদেরকে সময় দিতে হয় সংলাপ লেখক-লেখিকাকে । গোটা বিষয়টা পাঁচ ঘণ্টার মধ্যে সেরে ফেলাটা কি সহজ? নাকি এই নিয়ম মেনে চলা হলে কিছুটা হলেও বেঁচে যাবে ওদের শৈশবটা ? এই ব্যাপারে টলি পাড়ার কুশীলবদের মতামত জেনে নিন ইটিভি ভারত ।