Tota Roy Choudhury: ওটিটি-তে আসছে 'নিখোঁজ', মুক্তির আগে আড্ডায় টোটা রায়চৌধুরী - Tota Roy Choudhury
11 অগস্ট মুক্তি পেতে চলেছে অয়ন চক্রবর্তী পরিচালিত নিখোঁজ ৷ রহস্যের মধ্যে সত্য সন্ধানে একজন সিঙ্গল মাদার পাশাপাশি ডেপুটি কমিশনার অফ পুলিশ। ওটিটি-তে মুক্তি পেতে চলেছে এই সিরিজ ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী ৷ এক টিভি চ্যানেলের সঞ্চালকের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। সেখানে এক মহিলা কর্মী হঠাৎ নিখোঁজ হয়ে যান ৷ সন্দেহের তীর গিয়ে পড়ে সঞ্চালক টোটার দিকে ৷ সেই মহিলা কর্মী আবার ডেপুটি কমিশনার অফ পুলিশ স্বস্তিকার মেয়ে ৷ তদন্তে নামেন স্বস্তিকা ৷ তারপর কী হয় ? কোন দিকে এগোবে গল্পের মোড়, তা নিয়েই তৈরি সিরিজ নিখোঁজ ৷ সহ-অভিনেত্রীর সঙ্গে কেমন ছিল কাজের অভিজ্ঞতা, ইটিভি ভারতের মুখোমুখি হয়ে জানালেন অভিনেতা টোটা ৷ তিনি জানিয়েছেন, স্বস্তিকার মতো দাপুটে, সৎ, স্পষ্টবাদী অভিনেত্রীর সঙ্গে কাজ করে তিনি খুশি। মুম্বইতে স্বস্তিকার অবস্থান নিজের মুখে স্বীকার করেছেন টোটা। একইসঙ্গে মায়ানগরী থেকে পরপর কাজের জন্য ডাক পেলেও বাংলার মায়া ত্যাগ করে সেখানে গিয়ে সংসার পাতার ইচ্ছে নেই টোটার, সাফ জানিয়েছেন ইটিভি ভারতের প্রতিনিধিকে।