Aparshakti Movie promotion: 'জুবিলি'-র জার্নি নিয়ে আড্ডা অপারশক্তির, আবারও কাজ করতে চান বুম্বা দা'র সঙ্গে
মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সদ্য ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিরিজ 'জুবিলি' ৷ বলিউডের স্বর্ণ যুগের প্রেক্ষাপটে তৈরি হওয়া কাহিনি ফুটে উঠেছে চিত্রনাট্যে ৷ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, ওয়ামিকা গাববি, সিদ্ধান্ত গুপ্ত, অপারশক্তি খুরানা, রাম কাপুর প্রমুখ। সম্প্রতি কলকাতায় সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিল টিম জুবিলি ৷ সেখানেই খোশমেজাজে ধরা দিয়েছেন অভিনেতা অপারশক্তি খুরানা ৷
জুবিলি সিরিজে তাঁর চরিত্রের দুটি নাম, বিনোদ দাস আর মদন কুমার। কিন্তু কেন? তার উত্তর রয়েছে 'জুবিলি'-র গল্পে ৷ তবে ছবিতে কাজ করার অভিজ্ঞতা কেমন, তা ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা ৷ বলিউডের জন্মের ইতিহাস উঠে এসেছে এই সিরিজে। এই সিরিজের গল্পের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পান অপারশক্তি।
প্রসঙ্গত, একজন কস্টিউম ডিজাইনার হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন অপারশক্তি ৷ ইচ্ছা ছিল অভিনেতা হবেন। চলতে থাকে অডিশন। মাঝে রেডিও জকি হিসেবেও কাজ করেছেন। এরপর ভাগ্যের শিকেটা ছিঁড়ে যায়। আসে অভিনয়ের সুযোগ। আর আজ তিনি বলিউডের পরিচিত নাম। এই সিরিজেও তাঁর অভিনেতা হয়ে ওঠার লড়াই দেখানো হয়েছে। পাশাপাশি পর্দায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার পর কী অভিজ্ঞতা, তাও জানিয়েছেন অপারশক্তি খুরানা ৷