পশ্চিমবঙ্গ

west bengal

প্রজাপতির একশো দিনের সেলিব্রেশন

ETV Bharat / videos

Projapoti Movie: প্রজাপতির একশো দিনের সেলিব্রেশনে হাজির মিঠুন-দেব ও অন্যান্যরা - প্রজাপতি

By

Published : Apr 2, 2023, 4:27 PM IST

Updated : Apr 3, 2023, 6:14 AM IST

বক্স অফিস কাঁপিয়ে 'প্রজাপতি' পার করেছে 100 দিন । এর মাঝে দেশের বাইরে পা রেখেছে এই ছবি । পাশাপাশি ওটিটিতেও স্ট্রিমিং হবে অভিজিৎ সেন পরিচালিত 'প্রজাপতি'র । শনিবার 100 দিনের সাকসেস পার্টিতে হাজির হন মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, দেব, কণিনীকা বন্দ্যোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, নীল মুখোপাধ্যায়, পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরী-সহ ছবির অন্যান্য কুশীলবেরা । এদিন কেক কেটে আনন্দের মুহূর্তকে আরও উজ্জ্বল করে তোলেন দেব । এরপর চলে একে অপরকে কেক খাইয়ে দেওয়ার পর্ব । সুপারস্টার মিঠুন চক্রবর্তীর কথায়, "ভালো বাংলা ছবি বানানো হলে দর্শক দেখবেই । এই ছবি ঘিরে বহু বিতর্ক সামনে এসেছে । কিন্তু তাকে বুড়ো আঙুল দেখিয়ে দূর দূরান্তে ডানা মেলেছে 'প্রজাপতি' ।  

সম্প্রতি 2022 সালের 23 ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছিল প্রজাপতি । অভিজিৎ সেন পরিচালিত এই ছবি প্রথম থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে । দেড় কোটির বাজেটে তৈরি 'প্রজাপতি' দশ কোটির ব্যবসা টপকে দিয়েছে ৷ সর্বোপরি ব্যবসার নিরিখে এই বাংলা ছবি তৃতীয় স্থানে রয়েছে । দেব, মিঠুন চক্রবর্তী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, কণিনীকা বন্দ্যোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই ।

Last Updated : Apr 3, 2023, 6:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details