Harassment of engineer by tmc : ইঞ্জিনিয়ারকে হেনস্থা তৃণমূলের, জনস্বাস্থ্য কারিগরী দফতরে মৌন প্রতিবাদ - Tmc Leader
গত ৮ মার্চ রানিগঞ্জের তৃণমূল নেতা (Tmc Leader) তথা রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নোনিয়ার নেতৃত্বে জনস্বাস্থ্য কারিগরি দফতরের (Public Health Engineering Department) এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে জলের বোতলের মালা পরিয়ে দেওয়া হয় ৷ এছাড়াও তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এদিন সেই ঘটনার প্রতিবাদে আসানসোলের জনস্বাস্থ্য কারিগরি দফতরের জল পরীক্ষা কেন্দ্রে সমস্ত ইঞ্জিনিয়ার, কর্মী এবং ঠিকাদাররা মিলে কালো ব্যাচ পরে মৌন বিক্ষোভ দেখান । পাশাপাশি এই ঘটনার সঠিক বিচার চেয়েছেন তাঁরা । প্রশাসনের কাছে কর্মীদের দাবি, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ও এই ঘটনা যে ঘটিয়েছে, সেই দোষীদের শাস্তি দিতে হবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST