পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Elephant Corp Damage : হাতির তাণ্ডবে নষ্ট ত্রিশ বিঘা ধান জমি, মাথায় হাত বাঁকুড়ার চাষিদের - Elephant Corp Damage

By

Published : Apr 6, 2022, 9:35 AM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

বাঁকুড়া জেলার জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রামগুলিতে হাতির তান্ডবে জমির ক্ষতি ( Elephants Effects Paddy Land) ৷ বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে থেকে রবিবার প্রায় 40 থেকে 42 বুনো হাতি পাঞ্চেত ডিভিশনে পাঠানো হয়েছে এবং সেই হাতি এবার রাতের অন্ধকারে তাণ্ডব চালিয়ে প্রায় ত্রিশ বিঘা ধান জমি নষ্ট করেছে এমনটাই অভিযোগ ধান চাষিদের । বিষ্ণুপুর রেঞ্জের রাধামাধবপুর গ্রাম সংলগ্ন প্রায় ত্রিশ বিঘা জমি রাতের অন্ধকারে বুনো হাতির দল পায়ে পিষে নষ্ট করে । বর্ষায় এবার ভালো ধান হয়নি সেখানেও হাতির তান্ডবের মুখে পড়তে হয় ধান চাষীদের । অনেকে বোরো ধান চাষ করেছিলেন কিন্তু এবারও বাধ সাধল বুনো হাতির তান্ডব । কৃষকদের অভিযোগ হাতি এলাকায় এসেছে কিন্তু বন দফতর তাদের জানায়নি ৷ পাশাপাশি হাতি গুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোনরকম উদ্যোগ নেয়নি । স্বাভাবিকভাবেই চাষীদের মধ্যে ক্ষোভ বাড়ছে । আগামী দিনে ছেলেমেয়েদের নিয়ে সারা বছর কিভাবে সংসার চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে চাষিদের ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details