Electrocution Death of Student : চা বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু 10 বছরের ছাত্রীর - Electrocution Death of Student
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক 10 বছরের ছাত্রীর (Electrocution Death of Student) । ঘটনাটি ডুয়ার্সের মালবাজার ব্লকের সাইলি চা বাগানে। সূত্রের খবর, ওই পড়ুয়ার নাম প্রিয়া টোপ্পো। চা বাগানের পার্শ্ববর্তী মানসা বিদ্যালয়ের ছাত্রী। শনিবার সকালে স্কুলে যাবার সময় এই ঘটনাটি ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ওই নাবালিকাকে দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন। তবে তারে বিদ্যুৎ সংযোগ থাকায় উদ্ধারের সাহস পাননি কেউই। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ দফতরের গাফিলতির জেরে এই দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাগানের ফ্যাক্টারি ম্যানেজার-সহ অন্যান্য আধিকারিকরা এবং মালবাজার থানার পুলিশ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST