Domestic Gas in Sweet Shop : মিষ্টির দোকানে মজুত রান্নার গ্যাস, বাজেয়াপ্ত করল ইডি - Domestic Gas in Sweet Shop
গৃহস্থলির গ্যাস বেআইনিভাবে মজুত করে তা বাণিজ্যিক কাজে ব্যবহার করার অভিযোগ উঠল বারাসতের এক মিষ্টি ব্যবসায়ীর বিরুদ্ধে (Domestic Gas illegally stored in Sweet Shop of Barasat) । অভিযোগ পেয়ে 34 নম্বর জাতীয় সড়কের পাশে একটি মিষ্টি কারখানায় হানা দেয় উত্তর 24 পরগনা জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা । কারখানা থেকে 14টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয় ৷ মিষ্টির দোকানের দুই মালিক গোবিন্দ ঘোষ এবং অভিজিৎ ঘোষ ঘটনার পর থেকেই পলাতক । তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি । মিষ্টি কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Domestic Gas in Sweet Shop