Navratri Special Recipe : শিখে নিন নবরাত্রি স্পেশাল মুচমুচে সাবু দানার বড়ার সহজ রেসিপি - easy recipe to make sabudana ke vade in navratri
নবরাত্রির প্রথমদিন শুরু হয়ে গিয়েছে ৷ চলেছে নানাভাবে এই অনুষ্ঠানের উদযাপন ৷ কিন্তু একইসঙ্গে খাবারের ক্ষেত্রেও রয়েছে নানা নিয়ম বিধি ৷ কারণ এসময় তো আর পেঁয়াজ রসুন মেশানো আমিষ খাবার খাওয়া যাবে না ৷ তবে এতে মোটেই ঘাবড়াবার কিছু নেই ৷ দেখে নিন একেবারে নিরামিষ সাবুদানার বড়ার রেসিপি ৷ স্বাদে, গন্ধে দু'ক্ষেত্রেই কিন্তু এর কোনও জুড়ি নেই ৷ তাহলে আর দেরি কেন? দেখুন আর শিখে নিন নবরাত্রির এই স্পেশাল নিরামিষ পদটি (Navratri Special Recipe Sabudana ke Vade )৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST