Punjab Assembly Election : ‘আম আদমি’র পঞ্জাব জয়ের উৎসব দুর্গাপুরে - Durgapur AAP Supporters Celebrates Their Win in Punjab Assembly Election
দিল্লির পর পঞ্জাব ৷ ধীরে ধীরে ভারতের বিভিন্ন রাজ্যে বিস্তার শুরু হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের তৈরি রাজনৈতিক দলের ৷ আর তার উচ্ছ্বাস দেখা গেল দুর্গাপুরে আম আদমি পার্টির সমর্থকদের মধ্যে (Durgapur AAP Supporters Celebrates Their Win in Punjab Assembly Election) ৷ নীল আবির ও মিষ্টি বিতরণ করে পঞ্জাব জয়ের আনন্দে মাতলেন বাংলার আপ সমর্থকরা ৷ দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় মিছিল বের করেন আপের সমর্থকরা ৷ সেই সঙ্গে চলল দেদার মিষ্টিমুখ ও নীল আবির খেলা ৷ সেই সঙ্গে তাঁদের বার্তা, ঝাঁড়ু হাতে আপের পরের লক্ষ্য দুর্নীতি মুক্ত বাংলা ৷
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST
TAGGED:
Punjab Assembly Election