Dilip Celebrates Ram Navami : রামনবমীর শোভাযাত্রায় দিলীপ মাতলেন লাঠিখেলায়, হাত ফস্কে লাঠি উড়ল আকাশে
"তৃণমূলের যখন রামের কথা মনে পড়েছে তখন বাংলা শ্মশানে পরিণত হয়েছে", দুর্গাপুর মায়াবাজারে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রবিবার রামনবমী উপলক্ষ্যেআয়োজন করা হয়েছিল এই শোভাযাত্রার। সেখানে দিলীপবাবু মাতলেন লাঠি খেলায় (Dilip Ghosh plays stick at Ram navami rally) ৷ খেলতে খেলতে উড়ে গেল লাঠি ৷ দিলীপ ঘোষের পাশাপাশি শোভাযাত্রায় অংশ নেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ ঘড়ুই-সহ অন্যান্য বিজেপি নেতারা।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
Dilip Celebrates Ram Navami