পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bengal Civic polls 2022 : "তৃণমূল অবলুপ্ত হবে", ঝাড়গ্রামে পৌরভোটের প্রচারে গিয়ে বললেন দিলীপ - তৃণমূল অবলুপ্ত হবে,ঝাড়গ্রামে পৌরভোটের প্রচারে গিয়ে বললেন দিলীপ

By

Published : Feb 13, 2022, 9:49 PM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের হাত ধরেই রবিবার ঝাড়গ্রামে পৌরভোটের (Jhargram Municipality Election) প্রচার শুরু করল গেরুয়া শিবির ৷ এদিন দিলীপ ঘোষ ঝাড়গ্রাম শহরের 12,13 ও 14 নম্বর ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার করেন । পথচলতি মানুষের সঙ্গে কথা বলেন তিনি । দলীয় কর্মীদের সঙ্গে দেওয়াল লিখনেও অংশ নেন তিনি ৷ কোথাও আবার দলীয় কর্মী এবং প্রার্থীদের সঙ্গে চা খেতে খেতে আড্ডা দেন । ঝাড়গ্রামের পৌরভোট সম্পর্কে এদিন দিলীপ ঘোষ বলেন, "বিজেপি জিতলে ঝাড়গ্রামকে নতুনভাবে তৈরি করা হবে । ঝাড়গ্রামে পৌরসভা থাকা সত্বেও মানুষ এখানে পৌরসভার লাভ পায় না । না রাস্তা আছে, না ড্রেন আছে, না সব জায়গায় জল আছে । সাধারণ মানুষ সারা পশ্চিমমঙ্গে বিজেপিকে চাইছে । তৃণমূল দলটা একদিন অবলুপ্ত হয়ে যাবে ৷ লোকসভা, বিধানসভার পর পৌরভোটেও ঝাড়গ্রামে জিতবে বিজেপি ৷"
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details