পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dolphin Dead In Farakka : ফরাক্কার গঙ্গায় মৃত ডলফিন উদ্ধার ঘিরে চাঞ্চল্য - Dolphin Dead In Farakka

By

Published : Mar 8, 2022, 7:38 PM IST

Updated : Feb 3, 2023, 8:19 PM IST

গঙ্গায় মৃত ডলফিনের উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফরাক্কায়। বহরমপুর ফরাক্কা ব্যারেজের কাছে উদ্ধার হয় মৃত গাঙ্গেয় ডলফিন। মঙ্গলবার সকালে ডলফিনকে দেখা যায় ফরাক্কা থানার ঘাটপাড়া গঙ্গার ঘাটে। সূত্রের খবর, এদিন সকালে গঙ্গায় ওই ডলফিনটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা। মৎস্যজীবীরা তড়িঘড়ি সেটিকে উদ্ধার করে গঙ্গার পাড়ে নিয়ে আসেন। ডলফিনটি মৃত হওয়ায় খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফিসার্স অ্যাসোসিয়েশন ও বন দফতরের আধিকারিকরা। মোহনা দিয়েই ডলফিন গঙ্গায় প্রবেশ করেছে বলে অনুমান করা হচ্ছে। ফরাক্কা ব্যারেজে গিয়েই ডলফিনটি আটকে যায়। ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিমে উঠতে না পেরে আটকে পড়েই ডলফিনটি মারা যায় বলে অনুমান করা হচ্ছে (Dolphin Dead In Farakka) ৷
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details