Left Protest : বামেদের ধর্মঘটের প্রচারেও রামপুরহাট গণহত্যার প্রতিবাদ - cpm leader Surjya Kanta Mishra protest Rampurhat incident a meeting in Kolkata
নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, জ্বালানী তেলের দামবৃদ্ধি, কেন্দ্রীয় শ্রমকোড বাতিলের মত দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি আগামী 28 এবং 29 মার্চ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে (Left Strike Campaign In Kolkata)। সেই ধর্মঘটের সমর্থনেই এদিন কলকাতার দুই প্রান্তে সভা করে বামফ্রন্ট । শ্যামবাজার মোড়ে প্রধান বক্তা ছিলেন মহম্মদ সেলিম। শিয়ালদহ স্টেশনের সামনে সভায় প্রধান বক্তা ছিলেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র। সেখানেই ধর্মঘট সমর্থনের দাবিগুলির পাশাপাশি ছাত্রনেতা আনিশ খান মৃত্যুর ঘটনা-সহ একের পর এক খুন ও রামপুরহাট গণহত্যার প্রতিবাদ জানিয়ে ব্যানার লাগানো হয়। সূর্যকান্ত মিশ্র বলেন,"কর্মনাশা নীতি কে নিয়ে চলছে? কাদের জন্য দেশে কর্মনাশ হচ্ছে, সর্বনাশ হচ্ছে ? কারা তার বিরোধিতা করছে ৷ ধর্মঘট করলে কারও অসুবিধা হয় না তা আমি বলছি না। যারা বাইরে যাচ্ছেন তাদের হয়তো অসুবিধা হবে। যারা বিমান থেকে নামছেন তাদের হয়তো অসুবিধার মুখে পড়তে হতে পারে। ধর্মঘটের দিন বেশকিছু অসুবিধা হবে। কিন্তু বাকি যে সব দিন ধর্মঘট নেই সেদিন সব ঠিকঠাক চলছে তো ?"
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST