Tribal Death in Purulia : পুরুলিয়ার আদিবাসী যুবকের রহস্যমৃত্যু নিয়ে প্রশ্ন সুজনের - cpm leader sujan chakraborty meets the family of the tribal man who allegedly died in police custody
দিনকয়েক আগে পুরুলিয়ার আদিবাসী যুবক শিকারী মুড়ার রহস্যজনক মৃত্যু হয় ৷ অভিযোগ পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়েছে ৷ শনিবার বাঘমুন্ডিতে গিয়ে মৃতের পরিবারবর্গের সঙ্গে দেখা করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন, "ঘটনাটি সত্যিই খুবই দুঃখজনক। যেহেতু পুলিশি হেফাজতে এই মৃত্যু হয়েছে, তাই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি হওয়া প্রয়োজন ৷" দলের তরফে এই পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন সুজন চক্রবর্তী (CPM Leader Sujan Chakraborty) ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST