BMC Election 2022 : ভোটের মানে প্রহসন, সল্টলেকে সিপিআইএমের রাস্তা অবরোধ - সল্টলেকে সিপিআইএমের রাস্তা অবরোধ
বিধাননগর ভোটের মানে প্রহসন হয়েছে (Bidhannagar Municipal Election 2022) । শুধু ছাপ্পা, রিগিং, বুথ জ্যামের মতো ঘটনা নয়, তৃণমূলের লোকজন দুপুর দু'টোর পর গোটা বিধাননগর পৌরসভার সব বুথ দখল করে নিয়েছে । প্রতিবাদে ভোট শেষে সল্টলেকে করুণাময়ী মোড় অবরোধ করল সিপিআইএম ৷ ছিলেন বিধাননগর পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী এবং কর্মী-সমর্থকরা ৷ অবরোধের নেতৃত্ব দেন রমলা চক্রবর্তী, পলাশ দাস ৷ তাঁরা নির্দিষ্ট কিছু ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি জানান ৷
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST