পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

SMC Election Result 2022 : সবুজ ঝড়ে পরাজিত ছ'বারের বাম কাউন্সিলর মুকুল সেনগুপ্ত - শিলিগুড়ির 47 নং ওয়ার্ডে পরাজিত ছয়বারের বাম কাউন্সিলর তথা সিপিআইএম প্রার্থী মুকুল সেনগুপ্ত

By

Published : Feb 14, 2022, 10:46 AM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

গণনার শুরুতেই শিলিগুড়িতে সবুজ ঝড় (SMC Election Result 2022)। পরাজিত হলেন ছয় বারের বাম কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ ও এবারের 47নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী মুকুল সেনগুপ্ত । পোড়খাওয়া ওই নেতাকে প্রথমবার দাঁড়িয়েই 270 ভোটে পরাজিত করেছেন তৃণমূল প্রার্থী অমর আনন্দ দাস । এদিন ফলাফল ঘোষণার পর পরাজয় সুনিশ্চিত হতেই গণনাকেন্দ্র ছাড়েন মুকুলবাবু ৷ গতবার পৌর নির্বাচনে 46 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার তাঁকে 47 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয় । তবে পরাজয়ের কারণ পরে খতিয়ে দেখা হবে বলে জানান সিপিআইএম প্রার্থী মুকুল সেনগুপ্ত । অন্যদিকে, বাম শাসন উৎখাত করে 47 নম্বর ওয়ার্ডে মা মাটি মানুষের জয় হয়েছে বলে জানান জয়ী তৃণমূল প্রার্থী অমর আনন্দ দাস ।
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details