SMC Election Result 2022 : সবুজ ঝড়ে পরাজিত ছ'বারের বাম কাউন্সিলর মুকুল সেনগুপ্ত - শিলিগুড়ির 47 নং ওয়ার্ডে পরাজিত ছয়বারের বাম কাউন্সিলর তথা সিপিআইএম প্রার্থী মুকুল সেনগুপ্ত
গণনার শুরুতেই শিলিগুড়িতে সবুজ ঝড় (SMC Election Result 2022)। পরাজিত হলেন ছয় বারের বাম কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ ও এবারের 47নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী মুকুল সেনগুপ্ত । পোড়খাওয়া ওই নেতাকে প্রথমবার দাঁড়িয়েই 270 ভোটে পরাজিত করেছেন তৃণমূল প্রার্থী অমর আনন্দ দাস । এদিন ফলাফল ঘোষণার পর পরাজয় সুনিশ্চিত হতেই গণনাকেন্দ্র ছাড়েন মুকুলবাবু ৷ গতবার পৌর নির্বাচনে 46 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার তাঁকে 47 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয় । তবে পরাজয়ের কারণ পরে খতিয়ে দেখা হবে বলে জানান সিপিআইএম প্রার্থী মুকুল সেনগুপ্ত । অন্যদিকে, বাম শাসন উৎখাত করে 47 নম্বর ওয়ার্ডে মা মাটি মানুষের জয় হয়েছে বলে জানান জয়ী তৃণমূল প্রার্থী অমর আনন্দ দাস ।
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST