পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Ranaghat Rape Case : ধর্ষণ করে খুনের অপরাধে দোষীদের যাবজ্জীবন কারাদন্ড রানাঘাট আদালতের - Women raped

By

Published : Mar 8, 2022, 7:28 PM IST

Updated : Feb 3, 2023, 8:19 PM IST

এক মহিলাকে ধর্ষণ (Women raped), গয়না লুটের পর খুন করার অপরাধে তিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ রানাঘাট আদালতের ৷ দোষীদের নাম মিজানুর মণ্ডল, সাহাজেল মণ্ডল ও আব্দুল হালিম মণ্ডল ৷ 2012 সালের 22 অগাস্ট বনগাঁ থানায় ওই মহিলার নিখোঁজ হওয়ার ডায়েরি করে তাঁর পরিবার ৷ এর কিছুদিন পর ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ পুলিশের তদন্তে উঠে আসে ওই তিন দোষী মহিলার গয়না লুট করে তাঁকে ধর্ষণ করে ৷ প্রমাণ মুছতে তারই পরনের শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে খুন করে । দীর্ঘ 10 বছর বিচার প্রক্রিয়া চলার পর এদিন আদালতের তরফে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়। ফলে স্বভাবতই খুশি মৃতের পরিবার ৷
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details