Protest over Petrol Price Hike : পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি, দড়ি দিয়ে মারুতি টেনে প্রতিবাদ কংগ্রেসের - দড়ি দিয়ে গাড়ি টেনে প্রতিবাদ
পেট্রল-ডিজেল থেকে জ্বালানি গ্যাসের যে লাগামছাড়া মূল্যবিধি তার প্রতিবাদে রাস্তায় কংগ্রেস কর্মীরা (Petrol Price Hike Protest) ৷ প্রতিবাদে দড়ি দিয়ে বেঁধে টানা হয়েছে আস্ত মারুতি। রবিবার সকালে দুর্গাপুর স্টেশন সংলগ্ন পেট্রল পাম্প থেকে শুরু হয়ে বাঁকুড়া মোড়ের পেট্রল পাম্পের সামনে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলে অংশ নেয় প্রায় শতাধিক কংগ্রেস কর্মী। নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। কংগ্রেস কর্মীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখায়। অবিলম্বে পেট্রল-ডিজেল রান্নার গ্যাসের মূল্য কমানো না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় কংগ্রেস কর্মীরা।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST