Adhir Appeals to Mamata: রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন অধীরের - congress leader adhir chowdhury appeals to cm mamata banerjee
রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (WB State Congress President Adhir Chowdhury) ৷ রবিবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, "আপনি এককভাবে নিজের কাঁধা দায়িত্ব নিয়ে নির্বাচনে মানুষের অধিকার ফিরিয়ে দিন । বাংলার ভাবমূর্তি, বাংলার গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে দিন । সন্ত্রাস বাহিনী পুলিশের জোটকে আর এগোতে দেবেন না ।"
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST
TAGGED:
Adhir Appeals to Mamata