পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bharat Bandh Second Day : কোচবিহারে পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের ধস্তাধস্তি - Bharat Bandh Second Day

By

Published : Mar 29, 2022, 12:29 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

ভারত বনধের দ্বিতীয় দিনে বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহার শহরের হরিশপাল চৌপথিতে (Clash between bandh supporters and police in Cooch Behar) । বনধের সমর্থনে কোচবিহার শহরে মিছিল বের করে এসইউসিআই কোচবিহার জেলা কমিটি । সেই মিছিল থেকে হরিশপাল মোড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস আটকে দেন বনধ ধর্মঘটীরা । সেই সময় কোতয়ালি থানার আইসি অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ৷ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ । যদিও পরে যান চলাচল স্বাভাবিক হয় ।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details