মমতা কি গোর্খাল্যান্ড তৈরি করবেন ? প্রশ্ন বিজয়বর্গীয়র - kailash vijayvargiya
বিমল গুরুং বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খাল্যান্ড তৈরি করবে । সেই কারণে উনি NDA ছেড়েছেন । কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি গোর্খাল্যান্ড তৈরি করবেন ? প্রশ্ন তুললেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তিনি বলেন, "প্রথমে কোনও ব্যক্তির উপর কেস দেওয়া, এরপর তার উপর চাপ সৃষ্টি করা, তারপর নিজের পার্টিতে তাকে যোগদান করানো, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিত কৌশল । বিমল গুরুংয়ের উপর একাধিক কেস দেওয়া হয়েছিল । 302, হত্যার চেষ্টা, রাষ্ট্রদ্রোহিতা ৷ এর পরও বিমল গুরুং কলকাতায় আসেন । কারণ উনি তৃণমূলে যোগদান করবেন । তাই পুলিশ তার গায় হাত দেয় না । এই ঘটনা থেকে স্পষ্ট হয় যে রাজ্য সরকারের আইনশৃঙ্খলা ব্যক্তি কেন্দ্রিক ।"