পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আসানসোলে বাজি পটকায় স্বাগত গেরুয়া জিতেন্দ্রকে - বিধানসভা নির্বাচন 2021

By

Published : Mar 8, 2021, 10:57 PM IST

বিজেপিতে যোগ দেওয়ার পর আসানসোলে ফিরলেন জিতেন্দ্র তিওয়ারি । বিজেপিতে যোগদানের পর কলকাতাতে মোদির ব্রিগেডে গিয়েছিলেন জিতেন্দ্র । আজ আসানসোলে ফিরে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন তিনি । কালিপাহাড়ি মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা বাজি, পটকা, আবির এবং ফুলের স্বাগত জানান তাঁকে । আসানসোলে এসে তিনি মন্দিরে পুজো দিয়ে বাড়িতে আসেন । স্ত্রীকে মিষ্টিমুখ করান জিতেন্দ্র । স্ত্রী চৈতালির থেকেও মিষ্টি খান তিনি । বলেন,"এতদিন মনে হত একটা পুকুরে ছিলাম আর সমুদ্রে মিশে গেলাম ।" তিনি এও জানান, দল চাইলে প্রার্থী হবেন, না হলে দেওয়াল লিখনও করতে রাজি তিনি ।

ABOUT THE AUTHOR

...view details