ট্রাক্টর থেকে ঘোড়া, ব্রিগেডগামী মিছিলে অভিনব প্রতিবাদ - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
ব্রিগেডগামী বাম কর্মী-সমর্থকদের অভিনব প্রতিবাদ । একদিকে পেট্রোল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিলে দেখা গেল ঘোড়া । অন্যদিকে কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে ট্রাক্টর নিয়ে মিছিল করতে দেখা গেল । সঙ্গে তাল মিলিয়ে ছিল টুম্পা গানের মাধ্যমে প্রতিবাদ ।