বহিরাগত সায়নীকে চাই না, আসানসোলে তৃণমূল কর্মীদের বিক্ষোভ - West Bengal Assembly Election 2021
অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হওয়ায় বিক্ষোভ আসানসোলে ৷ আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ । ঘোষণার পরেই তৃণমূলের অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়েছে । শুক্রবার থেকেই সোশাল মিডিয়ায় অনেকে ক্ষোভ উগরে দিচ্ছিলেন ৷ আজ বিকালে সেই ক্ষোভ রাস্তায় নেমে এল । দফায় দফায় বিক্ষোভ, বাইক মিছিল করে প্রতিবাদের ঝড় তুলল তৃণমূল কর্মীরা । হিরাপুরের ত্রিবেনি মোড় ও চিত্র মোড়ে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল সমর্থকরা । বিক্ষোভে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদ ও শিক্ষক সংগঠনের সদস্যরা । সবার এক দাবি, বহিরাগত প্রার্থী চাই না । অতীতে যে অবস্থা হয়েছে দোলা সেন, মুনমুন সেনের, সেভাবেই সায়নী ঘোষের পরাজয়ও নিশ্চিত ।