পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

চেয়ারে লাথি মেরে তৃণমূল থেকে বেরিয়ে এসেছি : জিতেন্দ্র - জিতেন্দ্র তেওয়ারি

By

Published : Mar 12, 2021, 11:07 PM IST

"আমাকে কেউ বের করতে পারেনি ৷ বরং আমি মেয়রের চেয়ারে, জেলা সভাপতির চেয়ারে লাথি মেরে তৃণমূল থেকে বেরিয়ে এসছি ।" কুলটির নিয়ামতপুরে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে বললেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি । এদিন তিনি আরও বলেন, "বেরিয়ে যাওয়ার পর আমার পিছনে প্রদীপ নিয়ে দৌড়াচ্ছিল সবাই, ফিরে এসো ফিরে এসো বলে । আমি শুধু আসানসোলের জন্য টাকা চেয়েছিলাম । সেটা পাইনি তাই বেরিয়ে এসেছি ।"

ABOUT THE AUTHOR

...view details