আট দফায় খেলা হবে, তবু হারিয়ে ভূত করে দেব: মমতা - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
আট দফায় খেলা হবে, তবু হারিয়ে ভূত করে দেব ৷ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন মমতা বলেন, "জেলগুলোকে পর্যন্ত দুই-তিন দফায় ভেঙেছে ৷ দক্ষিণ 24 পরগনায় যেহেতু আমাদের জোর বেশি, তাই সেখানে তিন দিনে ভোট হবে !" মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, অসম, তামিলনাড়ু, কেরালাতে একদিনে ভোট হচ্ছে ৷ সেখানে পশ্চিমবঙ্গে 23 দিনের নির্বাচন ৷ মমতা বলেন, "এই খেলাতেও আপনাদের হারিয়ে ভূত করে দেব ৷ বাংলার মানুষ জবাব দেবে ৷"
Last Updated : Feb 26, 2021, 8:17 PM IST