পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সিবিআই তদন্ত নিয়ে জোড়া আক্রমণ দিলীপ-অর্জুনের - সিবিআই তদন্ত নিয়ে আক্রমণ অর্জুনের

By

Published : Feb 23, 2021, 12:48 PM IST

এবার কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে সিবিআইয়ের দেওয়া নোটিস নিয়ে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেতা অর্জুন সিং । এদিন পাহাড়ে পরিবর্তন যাত্রার আগে শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে নেমে সিবিআই তদন্ত নিয়ে দিলীপ ঘোষ বলেন, "সিবিআই যাদের চিঠি দিয়েছে তাদের উচিৎ সহযোগিতা করার । মানুষ জানেন দুর্নীতি কেমন শিকড় গেড়েছে প্রশাসনিক আধিকারিক, নেতা, তাঁদের পরিবারের মধ্যে । মানুষ চাইছে সত্যটা সামনে আসুক ।" অন্যদিকে অর্জুন সিং এদিন বলেন,"ভাইপো, তাঁর স্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার উপর থেকে নিচু পর্যন্ত দুর্নীতির সঙ্গে যুক্ত । কারও নম্বর আগে আসছে কারও নম্বর পরে । কেউ কোটি কোটি টাকা নয়ছয় করেছে, কেউ আবার চাল চুরি করেছে । চুরি সবাই করেছে ।"

ABOUT THE AUTHOR

...view details