পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পান্ডবেশ্বরে রাম-নাম করে "খেলা হবে" বার্তা তৃণমূল নেতার - বিধানসভা নির্বাচন 2021

By

Published : Feb 13, 2021, 3:07 PM IST

পান্ডবেশ্বরের ছোড়া অঞ্চলে শনিবার তৃণমূলের পক্ষ থেকে বাইক র্যালি আয়োজিত হয় । পান্ডবেশ্বর ব্লক তৃণমূল সভাপতি নরেন চক্রবর্তীর নেতৃত্বে এই বাইক র‍্যালি আয়োজন । নরেনবাবু বলেন, "দিলীপ ঘোষের করুচিপূর্ণ আচরণ ও মন্তব্যের বিরুদ্ধে এই র‍্যালি ।" তাঁর কথায়, রামও দুর্গার পুজো করেছিলেন যুদ্ধ জয়ের জন্য । তেমনই মা দুর্গার রূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় অসুর বধের ডাক দেন তিনি । এদিন তিনি আরও বলেন, এটা শুধু ট্রেলার । এরপর ভোটের সময় 'খেলা হবে' ।

ABOUT THE AUTHOR

...view details