পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

জল থইথই বেহালার সত্যজিৎ পার্ক, নামলো নৌকা - সত্যজিৎ পার্ক

By

Published : Aug 21, 2020, 5:23 PM IST

বৃষ্টিতে জল থইথই অবস্থা বেহালার। কোথাও হাঁটু, কোথাও কোমর অবধি জল৷ বিশেষত 124 নম্বর ওয়ার্ডের সত্যজিৎ পার্ক এলাকায় জলবন্দি মানুষ। টিউবওয়েলগুলিও জলের তলায়৷ ফলে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। যদিও স্থানীয় জনপ্রতিনিধিদের দেখা মেলিনি বলে অভিযোগ৷ তবে, একটি স্বেচ্ছাসেবী সংগঠন ভেলায় করে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন স্থানীয়দের সুবিধা-অসুবিধার। সেই মতো খাবার জল ও ড্রাইফুডের বন্দবস্তো করা হবে বলে জানান তাঁরা৷

ABOUT THE AUTHOR

...view details