পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কলকাতায় এলেন BJP-র "পঞ্চপাণ্ডবের" বিনোদ তাওড়ে - BJP

By

Published : Nov 18, 2020, 3:33 PM IST

নবদ্বীপ জ়োনের দায়িত্ব পাওয়ার পর প্রথবার কলকাতায় পা রাখলেন BJP-র পঞ্চপাণ্ডব কমিটির সদস্য বিনোদ তাওড়ে । বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি । যদিও গাড়িতে ওঠার আগে তিনি বলেন, "দল যা কাজ দেবে সেটাই করব ।" 2021-এর নির্বাচনে বাংলা থেকে 200-র বেশি আসন পেতে হবে বলে রাজ্য BJP নেতৃত্বকে টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ । সেই লক্ষে দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ভোটযুদ্ধে সফল নেতাদের বাংলায় জড়ো করতে চাইছেন শাহ-নাড্ডা জুটি । রাজ্য BJP-র অন্দরে এখন তাই কেবল কেন্দ্রীয় নেতাদের নাম শোনা যাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details