"বাজেটে অসত্য ভাষণ", বিধানসভাকে বিভ্রান্ত করার অভিযোগ বাম-কংগ্রেসের - রাজ্য বাজেট ও অমিত মিত্র
নির্বাচনের দিকে তাকিয়ে কল্পতরু হওয়ার চেষ্টা বাজেটে ৷ যদিও কল্পতরু হতে পারেনি তৃণমূল সরকার ৷ বাজেট নিয়ে এমনই বলল বাম ও কংগ্রেস ৷ বিরোধীদের অভিযোগ, তথ্যের জাগলারি করে বাজেট পেশ করেছেন অমিত মিত্র। আজ বাম ও কংগ্রেস নেতৃত্ব যৌথ সাংবাদিক বৈঠকে জানিয়ে দেয়, "অসত্য ভাষণে বিধানসভাকে বিভ্রান্ত করেছেন অর্থমন্ত্রী। অর্থের সংস্থান নেই অথচ একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন।" এইসঙ্গে বাজেটে কর্মসংস্থান ও সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।