Red Panda : কিৎচি ও সাত্তিকের কোলে নতুন সদস্য
দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি ৷ দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে জন্ম হল দুটি রেড পান্ডার । চলতি মরসুমে এই নিয়ে সাতটি রেড পান্ডার জন্ম হল দার্জিলিং চিড়িয়াখানায় । রেড পান্ডার মতো বিলুপ্তপ্রায় প্রজাতির সংরক্ষণে এই ধরণের সাফল্য ও সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশির হাওয়া বন আধিকারিকদের মধ্যে । তবে এবার পার্কের তোপকেদারা ব্রিডিং সেন্টারে নয় । পার্কের মূল ক্যাম্পাসেই জন্ম হয়েছে জোড়া রেড পান্ডার । দার্জিলিং চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, মা কিৎচি ও বাবা সাত্তিক দম্পতি জন্ম দিয়েছে ফুটফুটে দুই রেড পান্ডার । এই বিষয়ে চিড়িয়াখানার ডিরেক্টর ধর্মদেও রাই বলেন, "এটা আমাদের কাছে সত্যিই খুব গর্বের বিষয় । একাধিক সাফল্যতার সঙ্গে রেড পান্ডার মতো বিলুপ্তপ্রায় প্রজাতির সংখ্যা বৃদ্ধি করতে পারছি ।"