চলছে লকগেট মেরামতের কাজ, দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে বন্ধ ভারী যান চলাচল - durgapur barrage lock gate repair
শনিবার দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট ভেঙে গিয়েছিল । আজ সকাল পর্যন্ত তা সারাইয়ের কাজ শেষ হয়নি । সূত্রের খবর, আজ সন্ধে পর্যন্ত সারাইয়ের কাজ চলবে । সেই কারণে দুর্গাপুর ব্যারেজের উপর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার সংযোগকারী যে মূল রাস্তা তা দিয়ে লোহার চাদর আনা হচ্ছে । যে কারণে বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুর ব্যারেজে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন । দুর্গাপুরের দু'নম্বর জাতীয় সড়কের DVC মোড় থেকে বাঁকুড়াগামী যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । সেগুলি রানিগঞ্জ হয়ে বাঁকুড়া যেতে পারবে ।